স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে একটি সাজা গ্রেপ্তারী পরোয়ানা ও দুইটি গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত তিনজন আসামীকে গ্রেপ্তার করেছে।
গত ২৪ ও ২৫ সেপ্টেম্বর পাংশা মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন এসআই তারিকুল ইসলাম, এসআই দিপঙ্কর কুন্ডু, এএসআই আব্বাছ আলী। অভিযানে সাজা গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামী চর ঝিকড়ী গ্রামের মোঃ জাহের মল্লিকের ছেলে মোঃ সুজন মল্লিক, গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামী পাট্টা (শাহাপাড়া) গ্রামের মোঃ ফারুখের ছেলে সেলিম (৩২), চর ঝিকড়ী গ্রামের আদু মন্ডলের ছেলে মোঃ আমজাদ হোসেনদের গ্রেপ্তার করেন। সোমবার আসামীদের রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।