জহুরুল ইসলাম হালিম : রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশের অভিযানে দুইশত পিছ ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
গোয়ালন্দ ঘাট থানার পুলিশের মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় গত ২৪ সেপ্টেম্বর সন্ধ্যা পৌনে ৭টার সময় গোয়ালন্দ ঘাট থানার দৌলতদিয়া বাংলাদেশ হ্যাচারীর সামনে রাজবাড়ী-ঢাকা গামী মহাসড়কে পাকা রাস্তার উপর চেকপোষ্ট করে যাত্রীবাহী বাস তল্লাশী করেন। এসময় বাসের যাত্রীবেশী মাদক ব্যবসায়ী ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার গোয়াল পাড়া গ্রামের তবিবর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান (৪৩), দিনাজপুর কোতয়ালী থানার বাহাদুর বাজারের মৃত শামছুল আরেফিনের ছেলে মোঃ শাহিনুল ইসলাম (৪২) কে দুইশত পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেন।
গোয়ালন্দ ঘাট থানার স্বপন কুমার মজুমদার বলেন, এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে সোমবার রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।