স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর কালুখালী থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামরার ৩ জন আসামীকে গ্রেপ্তার করেছে। কালুখালী থানার এসআই মোঃ হাসানুর রহমান, এসআই মোঃ শহিদুল্লাহ, এসআই মোঃ খন্দকার সাজিদ হোসেন, সঙ্গীয় ফোর্সসহ পৃথক পৃথক অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ১ জন পূর্বের মামলার আসামী কালুখালী উপজেলার পশ্চিম হারোয়া গ্রামের মৃত জমির খালাসীর ছেলে ছাত্তার খালাসী (৪৫), ১ টি জিআর ও ১ টি সিআর মামলার আসামী কালিনগর গ্রামের মৃত তনু মন্ডলের ছেলে লিটন মন্ডল ও ১ সিআর ও ১ টি সিআর সাজা মামলার আসামী কাটাবাড়িয়া গ্রামের মৃত ওয়াজেদ ফকিরের ছেলে নাছির ফকিরকে গ্রেপ্তার করেন। আসামীদেরকে সোমবার সকালে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে ।