স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশী অভিযানে জিআর সাজা পরোয়ানাভুক্ত ২জন, জিআর পরোয়ানা ভুক্ত ২জন এবং সিআর পরোয়ানা ভুক্ত ২ জনসহ ৬ জন পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেপ্তার করেছে।
রবিবার গোয়ালন্দ ঘাট থানা পুলিশ জি আর নং-৩১২/১৭ এর সাজা পরোয়ানাভুক্ত আসামী উত্তর দৌলতদিয়া তাহের কাজী পাড়ার মোঃ হযরত আলীর ছেলে মোঃ আফজাল হোসেন, জি আর নং-৫৫/১৮ এর সাজা পরোয়ানাভুক্ত আসামী দৌলতদিয়া উম্বার কাজী পাড়ার মৃত উম্বার কাজীর ছেলে মোঃ আবু বক্কার কাজী, জিআর নং-১১৪/২২ এর পরোয়ানাভুক্ত আসামী উত্তর দৌলতদিয়া (আফছার শেখের পাড়া) মোঃ ছলিম শেখের ছেলে আব্দুর রহমান (৩২), জিআর নং-১২৯/১৫ এর পরোয়ানাভুক্ত আসামী ইবাদ আলী মিস্ত্রী পাড়ার মৃত সোনাই সেখের ছেলে
জলিল সেখ, সিআর নং- সিআর নং-১৬৫/২৩ এর পরোয়ানাভুক্ত আসামী উত্তর দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়ার মৃত মোজাহার কাজীর ছেলে মোঃ সিরাজ কাজী, সিআর নং-৪৬/২৩ এর পরোয়ানাভুক্ত আসামী ভাগলপুর গ্রামের মোঃ হারুন শেখের ছেলে মোঃ মিরাজ শেখদের গ্রেপ্তার করেন।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, আসামীদের সোমবার সকালে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।