স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশের অভিযানে দশ বোতল ফেন্সিডিলসহ ১ জন ও ছয় গ্রাম হেরোইনসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
গোয়ালন্দ ঘাট থানা পুলিশের মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় গত ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার সময় গোয়ালন্দ ঘাট থানার দৌলতদিয়া বাংলাদেশ হ্যাচারীজের সামনে ঢাকা-খুলনা মহাসড়কের উপর চেকপোষ্ট করে যাত্রীবাহী বাসের যাত্রীবেশী মাদক ব্যবসায়ী পিরোজপুর জেলার নেছারাবাদ থানার মোঃ খলিল মিয়ার ছেলে মোঃ রিয়াদুল ইসলাম (৪৩) কে দশ) বোতল মাদক ফেন্সিডিলসহ গ্রেপ্তার করেন। এছাড়াও গত ৩০ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার সময় উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকা থেকে মাদক ব্যবসায়ী পোড়াভিটার (নুর ইসলামের বাড়ীর ভাড়াটিয়া) মৃত-কাদের শেখের স্ত্রী মোছাঃ কুলসুম আক্তার ওরফে গোলাপী (৩৯) কে ষাট গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করেন। মাদক ব্যবসায়ী মোছাঃ কুলসুম আক্তার ওরফে গোলাপীর বিরুদ্ধে পূর্বের আরো ২ টি মাদক মামলা রয়েছে। আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে রবিবার রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।