স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ছাগল চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো, কুষ্টিয়া জেলার কুমারখালী থানার এলঙ্গী গ্রামের মোঃ আজিজুল শেখের ছেলে মোঃ হাসান আলী (৩৫), একই গ্রামের সুনাই শেখের ছেলে মোঃ মামুন শেখ (২০)।
শনিবার পাংশা মডেল থানার এসআই কামাল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ছাগল চুরির নিয়মিত মামলার আসামী মোঃ হাসান আলী, মোঃ মামুন শেখদের গ্রেপ্তার করেন। রবিবার সকালে রাজবাড়ী আদালতে প্রেরন করা হয়েছে।