মাসুদ রেজা শিশির ঃ রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি’র পুত্র জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য বিশিষ্ঠ ব্যবসায়ী আশিক মাহমুদ মিতুল’র আশু রোগ মুক্তি কামনায় উপজেলার বিভিন্ন এলাকায় মসজিদে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করেছেন স্থানীয় নেতা কর্মীরা। আশিক মাহমুদ মিতুল ১৮ আগষ্ঠ করোনায় আক্রান্ত হয়েছে। উপজেলা কসবামাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান খান ইউনিয়নের কয়েকটি মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করেন। শরিসা ইউনিয়নে উপজেলা যুবলীগের সদস্য মোঃ মহসীন বনগ্রাম জামে মসজিদে মিলাদ মাহফিল করেছেন,কলিমহর ইউনিয়ন যুবলীগের নেতা জমির উদ্দিন কলিমহরে মিলাদ মাহফিল করেছে,হাবাসপুরের কাচারীপাড়ায় উপজেলা ছাত্রলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক তুহিন মুন্সী,কালিকাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ শফিকুল ইসলাম প্রতিটি ওয়ার্ডে মিলাদ মাহফিল করে বিশেষ দোয়া মোনাজাত করে রোগমুক্তি কামনা করেছেন। একই দিন বিভিন্ন এলাকায় গ্রামে গ্রামে মসজিদে দোয়া করেছেন নেতা কর্মী ও সাধারণ মানুষ। আলোকিত এই মানুষটির জন্য পাংশার মানুষ প্রাণভরে দোয়া করেন দ্রুত সুস্থতা কামনায়।