স্টাফ রিপোর্টার : ঢালিউডের শীর্ষ দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম ইয়াসমিন বুবলী। চলচ্চিত্র শিল্পীর পাশাপাশি দু’জনেই ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের সাবেক স্ত্রী। যদিও তাদের মধ্যে আগে সম্পর্ক ভালো ছিল এমন কোনো প্রমাণ মেলে না। আর কিং খান শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর তো উন্নতি হওয়ার প্রশ্নই আসে না। প্রায় কাছাকাছি সময়ে ঢালিউডে খ্যাতি অর্জন করেছেন তারা। ইমেজের কারণে দু’জনের মধ্যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব থাকাটা অস্বাভাবিক কিছু নয়। প্রায়ই পরস্পরের প্রতি তির্যক মন্তব্যের মাধ্যমে তাদের মধ্যে সেই দা-কুমড়া সম্পর্কের প্রকাশ ঘটান তারা। কিছুদিন আগেও শাকিব খানকে ঘিরে ত্রিমুখী আলোচনা সমালোচনার তুঙ্গে ছিল বিষয়টি। সম্প্রতি একটি টিভি চ্যানেলে বুবলীকে নিয়ে অপু বিশ্বাসের করা এক মন্তব্যের জেড়ে নতুন করে সেই আলোচনা-সমালোচনার পারদ তুঙ্গে। অপু বিশ্বাসের পর বুবলীর ফেসবুক পেজে স্ট্যাটাস নিয়েও ভক্ত-দর্শকরা নেট দুনিয়ায় নানা মন্তব্য করছেন। নতুন করে দু’জনের শীতল যুদ্ধ নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় চর্চা হচ্ছে। গণমাধ্যমগুলোতে ফলাও করে এ নিয়ে প্রতিবেদন করা হচ্ছে।
অনেকেই জানেন শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসের ছিল টানা ৯ বছরের সংসারজীবন। সিনেমায় কাজ করতে এসে প্রেমের সম্পর্কে জড়ান তারা। এরপর তা বৈবাহিক সম্পর্কে রূপ নেয়। জন্ম নেয় সন্তান আব্রাহাম খান জয়। শাকিব-অপুর বিচ্ছেদের আগেই খবর ছড়ায় শাকিব-বুবলী প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। এ নিয়ে অপু তখন ববুলীকে ইঙ্গিত করে আড়ালে-প্রকাশ্যে অনেক ক্ষোভও প্রকাশ করেন। সুযোগ পেলে সেই ক্ষোভ নানাভাবে মাঝে মাঝেই প্রকাশ করেন তিনি। বুবলী অবশ্য মাঝে কিছুটা সময় খুব সচেতনভাবে বিষয়টি উত্তর প্রতি উত্তর করলেও শেষের দিকে এসে প্রকাশ্যেই নানা মন্তব্য শুরু করেন। অতি সম্প্রতি দু’জনের এই শীতল যুদ্ধ নতুন বিতর্কের অবতারণা করেছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে। বেসরকারি টেলিভিশন চ্যানেলের এক অনুষ্ঠানে হাজির হয়ে অপু বিশ্বাস জানিয়েছেন শবনম বুবলীকে ‘ঘৃণা’ করেন তিনি। পাশাপাশি এও জানিয়েছেন, তার সন্তান শেহজাদ খান বীরকে তিনি খুব ভালোবাসেন। অনুষ্ঠানের আলাপচারিতায় বুবলী প্রসঙ্গ উঠে আসতেই অপু বিশ্বাস একবাক্যে বলেন, ওনাকে ঘৃণা করি আমি। আমাকে নিয়ে তার মন্তব্য কী, সেটি জানার সময় নেই আমার। ইংরেজিতে ‘হেট’ বললে আরও স্মার্ট হয়। ওনার (বুবলী) নাম নিতে ব্যক্তিত্বে বাঁধে আমার। আমি জানি এই শব্দটা প্রচুর ভাইরাল হবে। কিন্তু এটা আমার জন্য ম্যাটার করে না। অপুর ছেলে আব্রাম খান জয় ও বুবলীর ছেলে শেহজাদ খান বীর। ছেলেকে স্কুলে পৌঁছে দিতে বুবলী বা বীরের সঙ্গে দেখা হয় কিনা।
এমন প্রশ্নে এই নায়িকা জানান, এখন পর্যন্ত তেমন কোনো পরিস্থিতি হয়নি। জয়ের মতো যারা আছে, সবাই আমার সন্তানের মতো। জয় যেমন আমার সন্তান, বীরও আমার সন্তান। আমি তাকে অনেক পছন্দ করি। কাছ থেকে দেখেছি। সে খুবই কিউট, মাশাআল্লাহ! তাকে আমি মন থেকে অনেক দোয়া করি। শাকিবের পৃথিবী এখন একটাই। সেই পৃথিবীতে আছে তার দুই সন্তান জয় ও বীর। সেখানে এখন আর কেউ এন্ট্রি নিতে পারবে না। দুই সন্তানের কারণে শাকিবের মধ্যে অনেক পরিবর্তন এসেছে। সে আগের চেয়ে অনেক বেশি সাইলেন্ট হয়েছে এবং দায়িত্ববান হয়েছে। বাবা হিসেবে শাকিবের এই পরিবর্তন ও চিন্তাধারাকে আমি সব সময় রেসপেক্ট ও সম্মান জানাই।
এদিকে অপু বিশ্বাসের মন্তব্য দ্রুতগতিতে ছড়িয়ে গেলেও অবশেষে নীরবতা ভাঙেন বুবলী। বুধবার বিকেলে নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে বুবলী লেখেন, ‘কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায় তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়?’ কারও নাম উল্লেখ না করলেও স্ট্যাটাসটি অপু বিশ্বাসকে ইঙ্গিত করেই বুবলী দিয়েছেন তা স্পষ্ট। এর পরিপ্রেক্ষিতে অপু কি মন্তব্য করেন কেউ কেউ সেটা দেখার অপেক্ষায় থাকলেও সিনেমাপাড়ায় অনেকেই এ নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছেন। স্ট্যাটাসটির নিচে অজস্র লাইক, মন্তব্য জমা পড়েছে, শেয়ার হয়েছে। মন্তব্যের ঘরে বুবলী ও অপুর অনুসারীরা ব্যঙ্গসহ নানাভাবে মন্তব্য করেছেন।
তামান্না আক্তার নামের একজন লিখেছেন, ‘এই পোস্টারের অপেক্ষায় ছিল জাতি’। বুবলীর উদ্দেশে মাহি কুইন নামের একজন নেটিজেন লিখেছেন, ‘কামড়টা ঠিকই দিলেন।’ বীথি নামের এক অনুসারী বুবলীর স্ট্যাটাসটি নিয়ে একটু অন্যভাবে মন্তব্য করেছেন, ‘যার যেটি দেয়া উচিত, তার তো সেটি দিতেই হবে। নিতে না পারাটা তার ব্যর্থতা’। শায়লা লিখেছেন, ‘উচিত জবাব।’ আশরাফুল ইসলাম নামের আরেকজন হাসির ইমোজি দিয়ে লিখেছেন, ‘কোনো কাজকাম নাই, ৫-৬ বছর ধরে এসব নিয়েই কথা বলে যাচ্ছে। সাবেক জামাইকে নিয়ে ডিভোর্সের এত বছর পর কাউকে এভাবে বেহায়ার মতো কথা বলতে দেখছেন? তার সব ইন্টারভিউয়ে ঘুরেফিরে একই টপিক। শোবিজে আরও তারকার ডিভোর্স হয়েছে, তাদের কথাবার্তা দেখেন, তাদের আত্মসম্মান আছে, এ রকম নির্লজ্জ না। নেট দুনিয়ায় এভাবেই আলোচনা-সমালোচনা করছেন ভক্তরা।
প্রসঙ্গত, একসঙ্গে কাজের সূত্রে শাকিব খান ও অপু বিশ্বাস একে অপরের প্রেমে পড়েন। এরপর ২০০৮ সালে গোপনে বিয়ে করেন তারা । এরপর ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম নেয় তাদের প্রথম সন্তান আব্রাম খান জয়। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে অপু বিশ্বাসের সঙ্গে ডিভোর্সের পর একই বছরের ২০ জুলাই বুবলীকে বিয়ে করেন শাকিব খান। ২০২০ সালের ২১ মার্চ তাদের সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়। প্রথম বিয়ে-সন্তানের মতো দ্বিতীয়বারও সবকিছু গোপন রাখেন শাকিব খান। এরপর গত বছরের ২৭ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথমে বেবি বাম্পের ছবি পোস্ট করেন বুবলী। এরপর ফেসবুক পোস্টের মাধ্যমে তাদের সন্তানের কথা জানান শাকিব খান ও বুবলী। শাকিব খানের সঙ্গে দাম্পত্য অধ্যায়ের সমাপ্তি ঘটলেও তাকে ঘিরে বিভিন্ন সময় আলোচনায় এসেছেন অপু বিশ্বাস। সন্তান আব্রাহাম খান জয়ের কারণে কিছুদিন আগেও যুক্তরাষ্ট্রে একসঙ্গে দেখা যায় শাকিব-অপুকে। নায়কের আরেক সাবেক স্ত্রী শবনম বুবলীও তাদের সন্তান শেহজাদ খান বীরকে ঘিরে প্রায়ই আলোচনায় আসেন। সম্প্রতি শেহজাদের স্কুলে যাওয়াকে কেন্দ্র করে শাকিব-বুবলীকে এক ফ্রেমেও দেখা গেছে। তবে বাস্তবতা হলো শাকিব খানের সঙ্গে একের পর এক জুটি বেঁধে সিনেমা অভিনয়ের পর চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী দু’জনকে সিনেমাপ্রেমীরা চিনেছেন। দু’জনে পেয়েছেন জনপ্রিয়তাও। এই দু’জন একটা সময় জড়িয়ে পড়েন শাকিব খানের ব্যক্তি জীবনেও। সেই থেকে ত্রিমুখী দ্বন্দ্ব চলে আসছে।