মাসুদ রেজা শিশির : রাজবাড়ীর পাংশায় শেখ রাসেল দিবস উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৩-২৪ অর্থ বছরের আওতায় শহীদ শেখ রাসেল দিবস উপলক্ষ্যে পাংশা সরকারি কলেজ মাঠে ৩১ অক্টোবর ২০২৩ ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ প্রতিযোগিতায় উপজেলার পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয়, কাজী আব্দুল মাজেদ একাডেমি, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ ও কাচারীপাড়া স্কুল এন্ড কলেজ ৪টি প্রতিষ্ঠানের ৬০ জন শিক্ষার্থী খেলায় অংশ গ্রহণ করে। এ খেলায় কাচারীপাড়া স্কুল এন্ড কলেজ পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌবর অর্জন করে।
খেলা শেষে পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসার মোঃ শাহীন সুলতান রাজা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মাদ মাসুদুর রহমান রুবেল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোছাঃ রাশেদা খাতুন, পাংশা স্পোর্টিং ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মাসুদ রেজা শিশির, ক্রীড়া শিক্ষক মোঃ ফিরোজ হোসেন, ক্রিকেট প্রশিক্ষক মোঃ সালাউদ্দিন প্রমুখ।
এ সময় পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয়, কাজী আব্দুল মাজেদ একাডেমি, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ ও কাচারীপাড়া স্কুল এন্ড কলেজ, পাংশা সিদ্দিকিয়া ফাযিল মাদ্রাসার ক্রীড়া শিক্ষকগন উপস্থিত ছিলেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।