স্টাফ রিপোর্টার : “চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে” এ শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে মর্নিং স্টার ক্লাবের ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেলে রাজবাড়ী শহীদ খুশী রেলওয়ে মাঠে এ ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা ফুটবল এস্যোসিয়েশনের সহ-সভাপতি ও মর্নিং স্টার ক্লাবের সভাপতি কাজী হেফাজত আলী টিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মর্নিং স্টার ক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, ব্যবসায়ী মোহাম্মদ মাহবুব, আব্দুস সামাদ রাশেদ ও ক্রীড়াবিদ মোঃ হাবিব শেখ সহ অন্যরা। টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় গনেশ একাদশ মাহবুব একাদশকে ২-০ গোলে পরাজিত করে। শনিবার সকালে মুকুল একাদশের সাথে ওয়াসিম একাদশ প্রতিদ্বন্দ্বিতা করবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি কাজী হেফাজত আলী টিটু বলেন, খেলাধুলার মাধ্যমে সমাজ থেকে অন্যায় অনাচার দূর হবে। সেই সাথে মাদক মুক্ত সমাজ বিনির্মাণে খেলাধুলার বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন। সেই সাথে খেলাধুলা চালিয়ে নেওয়ার জন্য যে কোন ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন তিনি। উদ্বোধনী খেলায় রাজবাড়ী শহীদ খুশী রেলওয়ে মাঠে প্রচুর পরিমাণে দর্শক ছিলো চোখে পড়ার মতো।