জহুরুল ইসলাম হালিম : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় এইচআইভি এইডস, বাল্য বিবাহ, মাদক, ইভটিজিং ও ডেঙ্গু জ্বর বিষয়ে জনসচেতনতামূলক নাটক ‘পদ্মা পাড়ের ওরা’ মঞ্চস্থ হয়েছে। শুক্রবার রাত ৯ টায় দৌলতদিয়া বাস টার্মিনালের পাশে চির সাপোর্ট কমিটি ফ্রান্সের সহযোগিতায় দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে এ নাটকটি মঞ্চস্থ হয়। গোয়ালন্দ সম্মিলিত নাট্য দলের পরিবেশনা ও পরিচালনায় নাট্যদলের শিল্পী ইসলাম মোল্লা, মাইনদ্দিন মানু, এরশাদ হোসেন , সাধন কুমার সাহা, আব্দুল আজিজ, প্রণব ঘোষ, জীবন চক্রবর্তী, শ্যাম ভক্ত, সাইফুর রহমান পারভেজ, কামরুল ইসলাম ও শিশু শিল্পী আপন প্রমুখ এতে অভিনয় করেন। নাট্যানুষ্ঠানে দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ফিল্ড অ্যানিমেটর মো. সাজ্জাদ হোসেন এর সঞ্চালনায় দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ব্যাবস্থাপক মো. জুলফিকার আলী’র সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রোগ্রাম অফিসার মো. নজরুল ইসলাম, দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. মোশারফ হোসেন প্রামানিক, দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. জুলহাস মোল্লা, আবাসিক মেডিকেল অফিসার ডা. সৌরভ কুমার বিশ্বাস, ডা. মো. নাজমুল হক, গোয়ালন্দ ফুটবল একাডেমীর সহ-সভাপতি মো. ফারুক হোসেন প্রমূখ। নাটক মঞ্চস্থ এর পূর্বে ‘গহীনে লালন শিল্প গোষ্ঠী’ গোয়ালন্দের শিল্পীরা সংগীত পরিবেশন করেন। এ বিষয়ে দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ব্যাবস্থাপক মো. জুলফিকার আলী বলেন, প্রতিবছর গণস্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে এবং চির সাপোর্ট কমিটির সার্বিক সহযোগিতায় আমরা উপজেলার এবং ফরিদপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ ধরনের সচেতনতামূলক নাটকের আয়োজন করে থাকি।