স্টাফ রিপোর্টার : আজ সকাল ১০টায় আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন দলের সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শেখ হাসিনা। এ সময় নিজেও মনোনয়ন ফরম কিনবেন তিনি।
শুক্রবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি জানান, ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে সরাসরি গিয়ে মনোনয়ন ফরম বিক্রি উদ্বোধন ও কিনবেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।
এর আগে শুক্রবার ৩টায় তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের অফিসে নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠক শুরু হয়। শেখ হাসনিার সভাপতিত্বে নির্বাচন পরিচালনা কমিটির বৈঠকের সঞ্চালনা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই বৈঠকের দলের নির্বাচন পরিচালনা কমিটির বাদ বাকি কমিটি করা এবং নির্বাচনের পরিকল্পনা বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।
দলের দপ্তর থেকে জানানো হয়েছে, শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত গুলিস্তানের ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে (দ্বিতীয় ও তৃতীয় তলায়) দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ফরম বিক্রি ও জমা দেওয়ার সুযোগ থাকবে।