স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশের অভিযানে দুই গ্রাম হেরোইনসহ ১০ মামলার আসামী ঝন্টু সাহা (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সে গোয়ালন্দ উপজেলার জুড়ান মোল্লার পাড়ার সুরেশ চন্দ্র সাহার ছেলে।
গোয়ালন্দ ঘাট থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার সময় গোয়ালন্দ ঘাট থানার জুড়ান মোল্লার পাড়ার জাহাঙ্গীর দেওয়ানের বাড়ির সামনে অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক ব্যবসায়ী ঝন্টু সাহাকে দুই গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করেন।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, মাদক ব্যবসায়ী ঝন্টু সাহার বিরুদ্ধে পূর্বের ৩ টি মাদক মামলাসহ মোট ১০ টি মামলা রয়েছে। আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাকে বৃহস্পতিবার রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।