স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে এক কেজি গাঁজাসহ মোঃ শাহীন খাঁ (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সে পাংশা উপজেলার বড় কাঞ্চনপুর গ্রামের মোঃ লিয়াকত খার ছেলে।
বৃহস্পতিবার পাংশা মডেল থানার এসআই মোহাম্মদ মোজাম্মেল হক, এএসআই রিপন খান, এএসআই মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে পাংশা থানার বড় কাঞ্চনপুর গ্রামের আসামী শাহীন খাঁর বসত ঘরের মধ্যে অভিযান পরিচালনা করেন। অভিযানে এক কেজি গাঁজাসহ আসামী মোঃ শাহীন খাঁকে গ্রেপ্তার করেন। আসামীর বিরুদ্ধে পাংশা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে শুক্রবার সকালে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।