স্টাফ রিপোর্টার : রাজবাড়ী-১ ( সদর ও গোয়ালন্দ) সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে রির্টানিং অফিসারের নিকট থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৪ জন প্রার্থী।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবু কায়সার খানের নিকট থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, রাজবাড়ী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. ইমদাদুল হক বিশ^াস, মুলঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মুসল্লী, গোয়ালন্দ উপজেলার চর বালিয়াকান্দি গ্রামের কৃষক সুলতান ও রাজবাড়ী সদরের মোঃ সাইফুল হাসান।
রাজবাড়ী জেলা নির্বাচন অফিসার মোঃ অলিউল ইসলাম বলেন, মঙ্গলবার বিকেল পর্যন্ত এসব স্বতন্ত্র প্রার্থীরা প্রার্থী পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
জানা গেছে, রাজবাড়ী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. ইমদাদুল হক বিশ^াস মনোনয়ন ফরম জমা দিয়ে প্রার্থী হতে হলে তাকে বাধ্যতামূলকভাবে বর্তমান পদ থেকে পদত্যাগ করে প্রার্থী হতে হবে।