স্টাফ রিপোর্টার : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মঙ্গলবার থেকে জাতীয় পার্টি মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে। জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেতে দলীয় ফরম কিনেছেন রাজবাড়ী-১ ( সদরও গোয়ালন্দ) আসনে জেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাড. হাবিবুর রহমান বাচ্চু ও রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী ) আসন থেকে জেলা জাতীয় পার্টির আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শফিউল আজম খান। মনোনয়নপত্র সংগ্রহকালে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মকছেদুর রহমান খান মোমিন সহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মকছেদুর রহমান খান মোমিন বলেন, জাতীয় পার্টি মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছেন। মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় কার্যালয় রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) আসনে জেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাড. হাবিবুর রহমান বাচ্চু ও রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী ) আসন থেকে জেলা জাতীয় পার্টির আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শফিউল আজম খান মনোনয়ন সংগ্রহ করেছেন।