স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ও দুইজন গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামী এবং একজন নিয়মিত মামলার আসামীসহ চারজন আসামী গ্রেপ্তার করেছে।
সোমবার ও মঙ্গলবার পাংশা মডেল থানা এলাকায় এসআই তারিকুল ইসলাম, এসআই দিপঙ্কর কুন্ডু, এসআই আসাদুজ্জামান রিপন, এসআই মোঃ মোজাম্মেল হক (২), এএসআই শহিদুল ইসলাম, এএসআই শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে যাবৎজীবন সাজাপ্রাপ্ত আসামী পাংশা উপজেলার ঢেঁকিপাড়া গ্রামের আকবর প্রামানিকের ছেলে বাবু আলী প্রামানিক ও গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামী লক্ষণদিয়া গ্রামের মৃত মধু মন্ডলের ছেলে আবুল মন্ডল, কুলটিয়া গ্রামের মৃত খয়বর খাঁনের ছেলে মোঃ উজ্জল খাঁন (৩৮) এবং নিয়মিত মামলার আসামী কুষ্টিয়া জেলার কুমারখালী থানার বেতবাড়িয়া গ্রামের মৃত কিয়ামুদ্দিন শেখের ছেলে মোঃ নাজিম উদ্দিন শেখদের গ্রেপ্তার করেন।
পাংশা থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীসহ ৪জনকে মঙ্গলবার রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।