রুবেলুর রহমান : রাজবাড়ী সদর উপজেলার মুলঘরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট জা (দেবরের স্ত্রী) জান্নাতুল ফেরদৌস (৩৮) নামে এক গৃহবধু গায়ে গরম পানি নিক্ষেপ ও মারধরের অভিযোগ উঠেছে ভাসুর আজিবর মন্ডলসহ তার স্ত্রী ও ছেলেদের বিরুদ্ধে। এ ঘটনার পর ওই গৃহবধুকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বিকালে মুলঘর ইউনিয়নের পারশাদিপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত গৃহবধু জান্নাতুল ফেরদৌস মুলঘর ইউনিয়নের পারশাদিপুর গ্রামের মুকুল মন্ডলের স্ত্রী।
আহত গৃহবধু জান্নাতুল ফেরদৌস বলেন, তার রান্না ঘরের পেছনে একটি বড় কদম ও বাদামী গাছ ছিলো। কিছুদিন আগে কে বা কারা কদম গাছটি কেটে নিয়ে গেছে, সে সম্পর্কে কিছুই জানেন না। গতকাল সোমবার বিকালের রান্না করার সময় বলছিলেন এখন বাদামী গাছটি কেটে ফেললে তার রান্না ঘরটি পেছনে ওঠাতে পারতেন। এরপর তার ভাসুর আজিবর মন্ডলের স্ত্রী আমেনা দৌড়ে এসে অকথ্য ভাষায় বকাবাজি শুরু করেন। তখন তিনি এগিয়ে গিয়ে বকাবাজি করতে নিষেধ করলে তার (ভাসুরের স্ত্রী) চুলার ওপর ডাল রান্নার গরম এনে তার গায়ে নিক্ষেপ করে। তখন হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করলে সম্পূর্ণ গরম পানি হাতের ওপর পরে। সে সময় ঘর থেকে দৌড়ে বের হয়ে এসে তার ভাসুর এবং তার দুই ছেলে আলামিন ও আমজাদসহ ৪ জনে মিলে চুল ধরে বাশ দিয়ে মারধর করতে থাকে। এক পর্যায়ে তার স্বামী মুকুল মন্ডল তাদের ঠেকাতে আসলে তাকেও তারা এলোপাথারি ভাবে মারধর করে। পরে তাদের হাত থেকে তাকে উদ্ধার করে সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গরম পানির কারণে তার হাতের চামর উঠে গেছে এবং মারধরের কারণে সারা শীরর ব্যাথা। এছাড়া তার মাজায়ও সমস্যা হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনার পর তাকে হাসপাতালে ভর্তি করার পর স্থানীয় মেম্বর তার স্বামীকে বাড়ীতে ঢেকে নিয়ে বিচার না করে উল্টো তার বড় ভাইয়ের কাছে মাপ চাওয়াইছে। এখন বিভিন্ন ভাবে তার ভাসুরের ছেলে ভয়ভীতি দেখাচ্ছে। এতে ছেলে-মেয়ে ও স্বামী নিয়ে আতঙ্কে আছেন। এ অবস্থায় থানায় একটি অভিযোগের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি। মুলঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ মোঃ ওহিদুজ্জামান বলেন, বিষয়টি আমার জানা নাই।