জহুরুল ইসলাম হালিম : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ জাকির প্রামানিক (৪৬) নামে এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক কারবারী কুষ্টিয়ার খোকসা উপজেলার মালিগ্রাম ওমর আলী প্রামানিকের ছেলে। তার বিরুদ্ধে আদালতে ১টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার। তিনি বলেন, সোমবার দিবাগত রাত সোয়া ১০ টার দিকে উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় অভিযান চালিয়ে তাকে পোড়াভিটার দেলোয়ারের মুদি দোকানের সামনে ইটের রাস্তার উপর হতে ৫ গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার করে।
ওসি স্বপন কুমার মজুমদার বলেন, রাজবাড়ী জেলা পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদের নির্দেশক্রমে মাদক নির্মূলে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় হেরোইন সহ মাদক কারবারীকে গ্রেপ্তার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করা হয়েছে। তাকে মঙ্গলবার দুপুরে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।