আবু সাঈদ : রাজবাড়ী জেলা মাসিক এনজিও বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের এনজিও বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয়ে এনজিও প্রতিনিধিদের অংশ গ্রহণে জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুবর্ণা রাণী সাহা, জেলা গ্রাম আদালত সমন্বয়ক মোঃ শরিফুল ইসলাম, গণস্বাস্থ্যের সহকারী পরিচালক ডাঃ সাহ্জেবিন চৌধুরী, রাশের নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবু, সেভ দ্য চিল্ডেনের প্রতিনিধি সাইফুল ইসলাম খান সেলিম প্রমুখ।