কালুখালী প্রতিনিধি : রাজবাড়ী কালুখালী উপজেলার মোহনপুর (কাগজী পাড়া ) গ্রামের রিক্সা চালকের স্ত্রীর সাথে মোহনপুর কবরস্থান সংলগ্ন মৃত কফিল উদ্দিনের ছেলে আলেপ শেখ পলাতক।
কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়নের মোহনপুর গ্রামের এনজিও মালিক আলেপ শেখ পাশ^বর্তী মোহনপুর (কাগজী পাড়া) গ্রামের ইউসুফ হোসেনের স্ত্রীর সঙ্গে বেশ কিছুদিন ধরে পরকিয়ায় লিপ্ত থাকার পর মঙ্গলবার সন্ধ্যায় পালিয়ে যায়। পরদিন সকালে বাড়ীতে না ফেরার পর আলেপ শেখের স্ত্রী কালুখালী থানায় একটি ডায়রী করেন। ইউসুফ হোসেন স্ত্রীকে খুঁজে না পেয়ে মোবাইলে বিভিন্ন যায়গায় যোগাযোগ করে আলেপের সঙ্গে পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।