শাহজাহান হেলাল,মধুখালী (ফরিদপুর) থেকে ঃ ফরিদপুরের মধুখালীতে আল মিনা এবং নুর কুয়েতী ফাউন্ডেশন এবং স্থানীয়দের সহযোগিতায় এবং মোঃ নুরুল ইসলাম সিকদারের সার্বিক তত্বাবধানে মধুখালী পৌরসভার মধ্যপাড়া গোপালপুর গ্রামে আমিনা আল সাররা ওয়া লতিফা মনছুর জামে মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বাদ জুমআ মোনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজবাড়ী জেলার ভান্ডারিয়ার পীর সাহেব হযরত মাওলানা আব্দুল মতিন।
মসজিদ মিলনায়নে মসজিদের সভাপতি মির্জা রুহুল আমীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ নজরুল ইসলাম, মোঃ জহুরুল হক, মসজিদের ইমাম মোঃ আব্দুল লতিফ প্রমুখ । এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, মধুখালী পৌর কাউন্সিলর মির্জা আব্বাস হোসেন, মোঃ কাউয়ুম হোসেন বেঞ্জু প্রমুখ।
আমিনা আল সাররা ওয়া লতিফা মনছুর জামে মসজিদটি নির্মাণে ব্যয় হয়েছে ২০ লক্ষ ৪৫ হাজার টাকা। আল মিনা এবং নুর কুয়েতী ফাউন্ডেশন থেকে প্রাপ্ত ৯ লক্ষ টাকা এবং স্থানীয়দের থেকে প্রাপ্ত প্রায় ২ লক্ষ টাকা বাকী ৯ লক্ষ ৪২ হাজার টাকা দিয়েছেন মধুখালী পৌর সদরের পশ্চিম গাড়াখোলা মহল্লার মির্জা মোঃ রুহুল আমীন। পরবর্তীতে হাউজে সর্বসম্মতিতে আমিনা আল সাররা ওয়া লতিফা মনছুর জামে মসজিদের মির্জা মোঃ রুহুল আমীনকে সভাপতি নির্বাচিত করা হয়।